Shyama Sangeet

by Rema Bose

Lyrics : Acharya Jayanta Bose
Music : Acharya Jayanta Bose
এক রূপে তুই কালী ও মা
আরেক রূপে দশভূজা
কখনও তুই ভক্ত রূপে
নিজেই করিস নিজের পূজা
তুই যে আমার দয়াময়ী
বিগ্রহ তোর হোক না পাষাণ
আমার কাছে স্বর্গ তোর ওই
রক্তে রাঙা মুক্ত শ্মশান
হৃদাসনে সদাই আছিস
বৃথাই তোরে বিশ্বে খোঁজা
এত কমল থাকতে কেন
চরণকমল রাঙা জবায়
এত বরণ থাকতে কেন
কালো বরণ মনটা ভরায়
হৃদাসনে সদাই আছিস
বৃথাই তোরে বিশ্বে খোঁজা