Bishnupur Mela Theme Song 2023

by Fakira, Silajit

Lyrics : Atanu Santra/Silajit Majumdar
Music : Timir Biswas/Kunal Biswas/Avirup Das/Apurba Das/Chayan Chakraborty
সুন্দরী বাঁকুড়ার
লাল মাটি, বাঁধ আর
বাবা মহেশ্বর পুরন্দর।
ঘরানা বিষ্ণুপুর
আলাপনে ভরপুর,
বনানী সবুজ সুন্দর।
টেরাকোটা-শহরের
রাজপথে ছড়িয়ে
মল্লভূমের ইতিহাস--
তন্তুজ বালুচরী,
মতিচুর, ডোকরা,
ঝুমুর, টুসু, ভাদু বারো মাস।
শিল্পের সমাহার,
কৃষ্টির সমাদর
আমাদের বিষ্ণুপুর মেলা।
সারদি, সাগুন আর
রাম-রহিমের মেলা
আমাদের বিষ্ণুপুর মেলা।
এ তো শুধু মেলা নয়
জীবনবোধের পাঠ বটে
আমাদের বিষ্ণুপুর মেলা।
আমাদের কথা বলা,
আবেগের পথ চলা
আমাদের বিষ্ণুপুর মেলা।।