Megheder Icche Khame

by Sohini Mukherjee

Lyrics : Sohini Mukherjee/Subhajit Mukherjee/Somraj Das
Music : Subhajit Mukherjee
মেঘেদের ইচ্ছে খামে
তোমাকে বৃষ্টি পাঠালাম
রিমঝিম এ শ্রাবণ ধারায়
ভিজেছে মন অবিরাম
অনুভবে তুমি, অনুরাগে
আছো জড়িয়ে আদর সোহাগে
মরশুমি প্রেমের হাওয়ায়
ভিজে যাক, এই মন
তোমারই ছোঁয়ায়
মেঘেদের ইচ্ছে খামে
যায় মেঘ যায় হারিয়ে
ভেজা চোখে বৃষ্টি নিয়ে
মন কেমনের মেঘলা দিনে
থাকে আশায়
অগোছালো স্বপ্নগুলো
চিলেকোঠা রোদ পেরোলো
মেললো ডানা আকাশেরই
সামিয়ানায়
কিছু পিছুটান খুব অবিকল
বৃষ্টি শেষে যেনো জমানো জল
থাকে পড়ে সহসায়
ভিজে যাক, এই মন
তোমারই ছোঁয়ায়
মেঘেদের ইচ্ছে খামে
তোমাকে বৃষ্টি পাঠালাম
রিমঝিম এ শ্রাবণ ধারায়
ভিজেছে মন অবিরাম
মেঘেদের ইচ্ছে খামে
রিমঝিম বৃষ্টিধারায়
বেপরোয়া এই অবেলায়
নাম না জানা, খুব অচেনা
মেঘের পাড়ায়
মিছি মিছি স্বপ্ন এঁকে
আধো ঘুমে রংতুলিতে
বন্ধ ঘরের অন্ধকারে
খোঁজে তোমায় জানেনা
এ মন কী.. পাবে অতল?
ছুঁয়ে দিলো কে যে
বৃষ্টি কাজল
ভালোবেসে রূপকথায়
ভিজে যাক, এই মন
তোমারই ছোঁয়ায়
মেঘেদের ইচ্ছে খামে
তোমাকে বৃষ্টি পাঠালাম
রিমঝিম এ শ্রাবণ ধারায়
ভিজেছে মন অবিরাম
মেঘেদের ইচ্ছে খামে