Megheder Icche Khame
by Sohini Mukherjee
Lyrics : Sohini Mukherjee/Subhajit Mukherjee/Somraj Das Music : Subhajit Mukherjee মেঘেদের ইচ্ছে খামে তোমাকে বৃষ্টি পাঠালাম রিমঝিম এ শ্রাবণ ধারায় ভিজেছে মন অবিরাম অনুভবে তুমি, অনুরাগে আছো জড়িয়ে আদর সোহাগে মরশুমি প্রেমের হাওয়ায় ভিজে যাক, এই মন তোমারই ছোঁয়ায় মেঘেদের ইচ্ছে খামে যায় মেঘ যায় হারিয়ে ভেজা চোখে বৃষ্টি নিয়ে মন কেমনের মেঘলা দিনে থাকে আশায় অগোছালো স্বপ্নগুলো চিলেকোঠা রোদ পেরোলো মেললো ডানা আকাশেরই সামিয়ানায় কিছু পিছুটান খুব অবিকল বৃষ্টি শেষে যেনো জমানো জল থাকে পড়ে সহসায় ভিজে যাক, এই মন তোমারই ছোঁয়ায় মেঘেদের ইচ্ছে খামে তোমাকে বৃষ্টি পাঠালাম রিমঝিম এ শ্রাবণ ধারায় ভিজেছে মন অবিরাম মেঘেদের ইচ্ছে খামে রিমঝিম বৃষ্টিধারায় বেপরোয়া এই অবেলায় নাম না জানা, খুব অচেনা মেঘের পাড়ায় মিছি মিছি স্বপ্ন এঁকে আধো ঘুমে রংতুলিতে বন্ধ ঘরের অন্ধকারে খোঁজে তোমায় জানেনা এ মন কী.. পাবে অতল? ছুঁয়ে দিলো কে যে বৃষ্টি কাজল ভালোবেসে রূপকথায় ভিজে যাক, এই মন তোমারই ছোঁয়ায় মেঘেদের ইচ্ছে খামে তোমাকে বৃষ্টি পাঠালাম রিমঝিম এ শ্রাবণ ধারায় ভিজেছে মন অবিরাম মেঘেদের ইচ্ছে খামে
Share these lyrics
1
Aaji A Anandashandhya
04:43
View Lyrics
2
Ebhabei Theke Jaai
03:48
View Lyrics
3
Lokkhi Meye Shyamsundari
04:42
View Lyrics
4
Moner Kalo Ghuchiye De Maa
05:18
View Lyrics
5
Sei Cheleta
04:46
View Lyrics
6
Adure Prem
03:32
View Lyrics
7
O Mon
03:56
View Lyrics
8
Moner Kalo Ghuchiye De Maa
05:18
View Lyrics
9
Kheyali E Mone
03:53
View Lyrics
10
Tumi Je Ma
04:54
View Lyrics