Dhormo Pran Mohunbagan

by Sujoy Rudra

Lyrics : Sujoy Rudra
Music : Sujoy Rudra
বাবার সাথে প্রথম বার তোমাকে স্পর্শ করার দিন/ সবুজ মেরুন সৈন্যে দল গোড়া রা হেরে গেছে আমরা স্বাধীন।
তুমি আমাদের মা আমরা তোমারই সন্তান।
আমরা ধর্ম প্রাণ মোহনবাগান।
গোষ্ঠপাল থেকে চুনির সেই খেলা।
শৈলেন,ব্যারেটো,সনি তারকার মেলা।
বাবলু,প্রসূন ,সত্য মোদের ঘরের ছেলে।
তোমাতে মুগ্ধ ম্যারাডোনা আর পেল।
তুমি আমাদের মা আমরা তোমারই সম্মান
আমরা ধর্মপ্রাণ মোহনবাগান।
তুমি সাবেকি তুমি corporate এ মোড়া
বিপক্ষ নতজানু তুমি ভারত সেরা।
তুমি গর্ব আমাদের তুমি আভিজাত্য।
তোমাতে নিবেদিত প্রাণ আমরা তোমার ভক্ত।
তুমি আমাদের মা আমরা তোমারই সম্মান।
আমরা ধর্মপ্রাণ মোহনবাগান।
মোহনবাগান..........