Bhalo Hok

by Sujoy Rudra

Lyrics : Sujoy Rudra
Music : Sujoy Rudra
ভালো হোক বৃষ্টির ফোঁটায়।
ভালো থাক রাস্তার
ভালো হোক সময় তোমার আমার।
ভালো হোক কালকের ভোর।
পরিস্থিতি পিঠ চাপড়ে
বলবে উঠে দাঁড়া
জানি সবাই চুপ কিন্তু কেউ কেউ দেবে সারা।
বিঘ্ন ঘটায় দুঃখিত ।
সংকটে এক পশলা সুখ।
স্বপ্নের পরিধি অনেক
একদিন জিতবে সাহসী বুক।
ভালো হোক বৃষ্টির ফোঁটায়
ভালো থাক রাস্তার মোড়
ভালো হোক সময় তোমার আমার।
ভালো হোক কালকের ভোর।